তাহিরপুরে ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

57

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে ৩০ লাখ টাকার অবৈধ কারেন্ট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা ও তাহিরপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তাহিরপুর থানা পুলিশ জালগুলো ধ্বংস করে।
এর আগে জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের সভাপতিত্বে ও এসআই মোহাম্মদ আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান হাওলাদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সেলিম আহমদ তালুকদার, মাহতাব উদ্দিন তালুকদার, মানব তালুকদার, মাসুম হেলাল, চৌধুরী এমরানুল হক, হিমাদ্রী শেখর ভদ্র, দেওয়ান গিয়াস চৌধুরী, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, এম.এ রাজ্জাক, সাজ্জাদ হোসেন শাহ, রাজন চন্দ্র, আবুল কাসেম, কামাল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর তার বক্তব্যে সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তাহিরপুর থানার মাদক বিরোধী অভিযানের সাফল্য তুলে ধরেন। তিনি উপজেলার সকল জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগীতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।