জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের সাবেক ছাত্র নেতাদের মতবিনিময়

10

জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের সাবেক ছাত্র নেতাদের মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে এই মিলন মেলা ও প্রীতিভোজে অংশ নেন জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের সাবেক নেতারা। আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরুর আমন্ত্রণে দীর্ঘদিন পর রাজপথের সতীর্থদের দেখা পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে পড়েন সাবেক এই ছাত্র নেতারা। বুকে জড়িয়ে স্মৃতিচারণ করেন সোনালী দিনগুলোর নানান স্মৃতি।
মুক্ত আলোচনায় অনুভূতি প্রকাশ করে জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের সাবেক নেতারা বলেন, ‘জৈন্তিয়া অঞ্চলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আশির দশকের সাবেক ছাত্র নেতাদের অনন্য অবদান রয়েছে। বিশেষ করে জৈন্তিয়া অঞ্চলের শিক্ষা বিস্তারে সাবেক ছাত্র নেতাদের অবদান অবিস্মরণীয়। বৃহত্তর জৈন্তার নায্য দাবী দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতারা।’ ভালোবাসা আর ভাতৃত্বের বন্ধনে সুরভিত হোক আমাদের আগামী শুভেচ্ছা ও মতবিনিময় সভা” শিরোনামে ১৫ অক্টোবর ২০২২ ঈসায়ী শনিবার বেলা ২টা হোটেল সুপ্রিম, পূর্ব মিরাবাজার, সিলেটে স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে পুরনো দিনগুলো, জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের ছাত্রনেতাদের সাবেক নেতাদের এ মিলন মেলা ও প্রীতিভোজে উপস্থিত ছিলেন জৈন্তিয়া অঞ্চলের আশির দশকের সাবেক ছাত্র নেতাদের প্রিয় সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক এটিএম বদরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া হেলাল, সাবেক ছাত্র নেতা ইয়াজুল আমিন, আব্দুস শুকুর, নজমুল ইসলাম, শাহজাহান সিদ্দিক বেলাল, রসময় ভট্টাচার্য, গিয়াস আহমদ, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট আলতাফ হোসেন, লাল মোহন দে, সাইফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী ফারুক, আব্দুল কাদির ও দৈনিক জৈন্তা বার্তা’র সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি