বাহুবলে মিষ্টির দোকান থেকে সরকারি চাল জব্দ, আটক ১

11

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে ৬ বস্তা সরকারী চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় দোকানে থাকা এক কর্মচারীকে আটক করা হয়। একই সাথে মিষ্টির দোকাটিও সিলগালা করে দেয়া হয়। বৃহস্পতিবার (২৮ মে) সকালে মিরপুর বাজারের আ’লীগ নেতা মিষ্টি ফরিদের দোকান থেকে এ চালগুলি জব্দ করা হয়। তাৎক্ষণিক আটককৃত দোকান কর্মচারীর নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মিষ্টির দোকানে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচী ( ওএমএস) এর চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এ সময় দোকান থেকে সরকারী স্টিকার যুক্ত ৬ বস্তা চাল জব্দ করে উপজেলায় নিয়ে যান। এসময় দোকানে থাকা কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়। সাথে দোকানটি সিলগালা করে দেয়া হয়। তিনি অন্য একটি অভিযানে থাকায় আটককৃতের নাম পরিচয় জানাতে পারেননি।