ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকার অভিজাত কনফেকশনারিসহ ৮টি দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে গোবিন্দগঞ্জ বাজারের মা রেস্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা, ক্যাফে কাশমির রেস্টুরেন্ট থেকে ১০হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্ট থেকে ৮হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে ৮হাজার টাকা, ডায়না রেস্টুরেন্ট থেকে ৮হাজার টাকা, মধুবন থেকে ৮হাজার টাকা, বনফুল থেকে ৮ হাজার টাকা, ফুলকলি থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারুক আহমদসহ থানা-পুলিশ উপস্থিত ছিলেন।