বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পাসপোর্ট ফিরিয়ে দিন — মহানগর বিএনপি

30

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাকের পাসপোর্ট নবায়নের জন্য জমা দেয়ার এক বছরেও ফেরত না দেওয়ায় নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে আব্দুর রাজ্জাকের পাসপোর্ট ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
শনিবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, পাসপোর্ট প্রাপ্তি একজন নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে নবায়নের জন্য জমা দেয়ার এক বছরেও আব্দুর রাজ্জাকের পাসপোর্ট ফেরত দেয়া হয়নি। অথচ তার পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসাও লাগানো রয়েছে। দীর্ঘ একবছরে পাসপোর্ট নবায়ন করে না দেওয়ার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও শুধু বিএনপির রাজনীতি করার কারণে আব্দুর রাজ্জাকের পাসপোর্ট আটকে রাখা সরকারের বিরোধী মত দমনের নগ্ন বহিঃপ্রকাশ। ইতোমধ্যে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক তার পাসপোর্ট ফিরে পেতে উচ্চ আদালতে রীট করেছেন। আর কোন টালবাহানা না করে দ্রুততম সময়ের মধ্যে তার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। বিজ্ঞপ্তি