তোমার লাগি :
মাঝ দরিয়ায় ছোট্ট ডিঙি
উথালপাতাল জোয়ারে,
তোমার লাগি চক্ষু ভাসে
মন্দিরের ঐ দুয়ারে।
এদিক সেদিক টলমলিয়ে
যাচ্ছে যেথায় হিয়ারে,
ছুঁটছে আজই অচিন বাঁকে
তোরই খোঁজে প্রিয়ারে।
আকাশ চিরে ঝরছে অনল
চিত্তে আজই স্মরণে,
তোমার লাগি শেকল-বেড়ি
আমার এ মন হরণে।
ঘুড়ির মতো উড়ছে সবই
মায়া মাখা গড়নে,
পুড়ছে দ্বিধায় জ্বল জ্বলিয়ে
প্রখর বেদন মরণে।