কাজিরবাজার ডেস্ক :
সারাদেশে পঞ্চাশোর্ধ বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৭ আগষ্ট শুরু হয়েছিল গণটিকাদান কার্যক্রম। যা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সফল এ কর্মসূচীতে টিকাপ্রত্যাশীদের উপস্থিতি ছাড়িয়েছে প্রত্যাশা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা নিয়েছেন সাধারণ মানুষ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও বুধবার টিকা কেন্দ্রগুলোতে ছিল টিকাপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। এই ক্যাম্পেনের আওতায় দেশব্যাপী ৩২ লাখ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা থাকলেও প্রথম চার দিনেই ৪৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ ডোজ টিকা দেয়া হয়েছে। ফলে কর্মসূচী পুরোপুরি সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাদেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি কর্পোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেয়া হয়। এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার ৭৫টি ওয়ার্ডে নাগরিকদের টিকাদানের ব্যবস্থা করে। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৩০০ জন করে ৬ দিনে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মসূচী পালন করা হয়।