জগন্নাথপুরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কলা-কৌশল প্রদর্শন

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো.আইয়ূব খান, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, আ’লীগ নেতা আফু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বাসা, বাড়ি, ভবন ও কাঁচা ঘরবাড়িতে আগুন লাগলে কিভাবে সহজে নেভানো যায়, এ বিষয়ে বিভিন্ন কলা-কৌশল প্রদর্শন করেন জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আলমাছুর সহ অন্যান্য ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের দেখানো কলা-কৌশল দেখতে ও শিখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমান।