বৃদ্ধাশ্রম

76

সৌমেন কুমার

হাড়ভাঙা খাটুনি দিয়ে
গড়েন সুখের ভুবন,
সন্তান মানুষ করতে সাধন
নমি তাঁদের চরণ।

সেই সন্তান পেলে চাকরি
কিংবা বিয়ে করলে,
বাবা মাকে যায় যে ভুলে
শেষ দেখা হয় মরলে।

বাবা মাকে ভাবে বোঝা
ভাবে শত্র“ পরম,
কেনো ছেলেরা করে ভ্রম
বাবার জোটে বৃদ্ধাশ্রম।

তবু দেয় না অভিসম্পাত
থাকুক ছেলে জান্নাত,
দীর্ঘশ্বাসে স্বপ্ন বরবাদ
পান না তবু আঘাত।