স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ বিভাগের ভৌতিক (অধিক) বিলের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তারা বিদ্যুৎ অফিসও ঘেরাও করেন। পরে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রাহকরা। গতকাল বুধবার দুপুরে নগরীর নাইওরপুল-শিবগঞ্জ সড়কের মিরাবাজার বিদ্যুৎ অফিসের সামনে শত শত বিদ্যুৎ গ্রাহকরা এ প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এ সময় উভয় পাশ্বে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিদ্যুৎ গ্রাহকরা প্রায় আধা ঘন্টা সড়কটি অবরোধ করে রাখেন।
সড়ক অবরোধকারী গ্রাহকরা অভিযোগ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং সংগ্রহ করার দায়িত্ব যাদের তারা তা করেন না। অফিসে বসেই মনগড়া রিডিং বসিয়ে দেন। ফলে আমাদের নিয়মিত বিদ্যুৎ ব্যবহারের চাইতে কয়েকগুণ বেশি বিল চলে আসে। তারা আরো বলেন, এই সকল দায়িত্বহীন কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালন না করার কারণে আমরা বিদ্যুৎ গ্রাহকরা প্রায়ই ভৌতিক বিলের খপ্পড়ে পড়ি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। স্থানীয় জন প্রতিনিধি ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চেষ্টা করেন। বিদ্যুৎ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের যথাযথ বিল প্রদানের আশ্বাস দিলে গ্রাহকরা তাদের অবরোধ তুলে নেন।
এ বিষয়ে কাউন্সিলর আব্দুল লতিফ তুহিন বলেন, বিক্ষুব্ধ গ্রাহকরা দুপুরে মিরাবাজার বিদ্যুৎ অফিসের সামনে সড়ক অবরোধ করেছেন জেনে আমি দ্রুত ঘটনাস্থলে পৌছাই। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটি সমাধান দেয়ার চেষ্টা করি। গ্রাহকরা তাদের অবরোধ তুলে নিয়েছেন। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
এক প্রশ্নের জবাবে মিরাবাজার বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, সড়ক অবরোধ হয়েছিলো কিনা জানিনা। তবে আমাদের অফিসে কিছু গ্রাহক এসেছিলেন বাড়তি বিলের অভিযোগ নিয়ে। আমরা সেই সব বিল জমা রেখেছি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি।