জিল্লুর রহমান পাটোয়ারী :
ঝম ঝম ঝম টিনের চালে,
আম পড়ে আম পড়ে –
খোকা খুকি জটলা বেঁধে,
কুড়াুয় হল্লা করে।
আম কুড়ানোর মজাটা বেশ,,
কার না ভালো লাগে –
উঠলে বাতাস সাথে বৃষ্টি,
কি মজা যে জাগে।
হল্লা করে খোকা খুকি,
আমের গাছের তলে-
কাড়াকাড়ি হুড়োহুড়ি ,
আম তলাতে চলে।
আম কুড়ানোর মজা ভারি,
ওদের মনে সুখ –
সারাটাদিন আনন্দ মন,
ভরিয়ে যেতো বুক।