ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

28

স্টাফ রিপোর্টার :
সিলেট-কোম্পানী সড়ক থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতের নাম- আলা উদ্দিন (২৫)। সে গোয়াইঘাট থানার মিত্রিমহল গ্রামের মাহমুদ আলীর পুত্র। গতকাল বুধবার পুলিশ গ্রেফতারকৃত আলা উদ্দিনকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পাশের বাদ্রার্স সুপার মাকের্টের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আলা উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা দামের যৌন উত্তেজক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে সিলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ খায়রুল আলম বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। নং- ১৮ (২৪-০২-১৫)।