জামালগঞ্জ ও চরমহল্লায় জাতীয় কন্যাশিশু দিবস পালন

9

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন ও ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুম ও চরমহল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় কন্যা শিশু অ্যাভোকেসি ফোরাম জামালগঞ্জ সদর ও চরমহল্লা ইউনিয়ন কমিটির উদ্যোগে র‌্যালীর আয়োজন করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সভাপতি শাহীনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা সুজন এর সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ একাউন্টস অফিসার কুদরত পাশা, নারীনেত্রী আয়েশা আক্তার, সাজিনা আক্তার, ইয়ূথ লির্ডাস লিজা আক্তার, ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বিলকিস, বন্থি, স্বর্ণা, হাসিনা, রুমা প্রমুখ।
অপর দিকে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম চরমহল্লা ইউনিয়ন কমিটির সভাপতি সায়মা বেগম এর সভাপতিত্বে ও ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভূপতি রঞ্জন দেব।
বক্তব্য রাখেন ইউপি সদস্য সালেহ আহমদ, অজিত কুমার দেব, আনোয়ারা বেগম, আলাল উদ্দিন, নুর উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন জাতীয় কন্যা শিশু ফোরামের সহ সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক তাছবিদা বেগম, কোষাধ্যক্ষ আয়শা বেগম, সদস্য তাহেরা বেগম, সুমা রানী, আলফা বেগম, আঁখি রানী, সুমি বেগম, ফখর উদ্দিন, ফয়ছল আহমদ, পান্না বেগম, তাহমিনা বেগম, পারভীন বেগম।
আরো উপস্থিত ছিলেন সুজন সু-শাসনের জন্য নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উজ্জীবক সুন্দর আলী, আলী আকবর, নারীনেত্রী রাবিয়া বেগম, আনোয়ারা বেগম, খালেদা বেগম, সাফিয়া বেগম, ইয়থ পারভীন বেগম, সাজ্জাদ হোসেন প্রমুখ।