সৌমেন দেবনাথ
উল্টোস্রোতে ভাসছে জীবনতরী স্বর্গের কিরণে
আদর্শের কথা বলে কি আর হবে ভণ্ডস্বর্গে
বিলুপ্তবিশ্বাসে বাণী আর কি করবো ধারণ
প্রতিনিয়ত বাড়ছে স্বপ্নের ক্রন্দন মূর্খতায় ॥
সামনে উন্মুক্ত আত্মবিনাশের বিস্ময়পথ
এড়িয়ে চলছি প্রতিবাদতা কদর্য অজুহাতে
আবার অযাচিত কথায় মুখভরা ফেনা তুলছি
আবার সেই তর্কবাজ যথাস্থানে কেশে বলে না কথা ॥
সবুজ ঘাসের ঠোঁট ঢেকে যায় বালুকণায়
দেহে জাগে যোগ বিয়োগের হাজারচিহ্ন
অদৃশ্য বিদ্রুপে বিবেক বিধ্বস্ত হয়
নামধারী সব্যসাচী আছাড় খাচ্ছে অদৃশ্যঘূর্ণনে ॥
অথচ অন্ধ হেঁটে পৌঁছায় স্বপ্নাবাসে
বাড়তে থাকে মনের দেয়ালে মরিচা
জেগে আছি কোন এক বিপ্লবের ঋত্বিকের প্রত্যাশায়
জানি অপেক্ষার উনুনে হৃদয় পোড়ে ॥
হচ্ছে যা হোক, ঘটছে যা ঘটুক
পাশ কেটে চলে যাবো বাড়ি এসে খবর শুনবো
বা চা খাবো আর চানাচুরের মোড়ক পড়বো ॥