শরৎ এলে :
বর্ষা গেলে শরৎ এলে
নদীর কূলে দেখা মেলে
শুভ্র কাশের বন,
নীল আকাশে মেঘের ভেলা
দিবা রাত্রি করে খেলা
দেখে ভরে মন।
শিউলি বেলি ফুলের বনে
ফড়িং নেচে আপন মনে
উল্লাস করে খুব,
উদর পূর্তি করার তরে
মৎস্য ধরতে সরোবরে
পানকৌড়ি দেয় ডুব।
মাঠের সবুজ দূর্বা ঘাসে
শুভ্র শিশির কণা হাসে
দিনমণির আভায়,
নৌকায় চড়ে বিলে ঝিলে
কিশোর পদ্ম শাপলা তুলে
পরম হরষ পায়।
পাকা তালের মৌ-মৌ ঘ্রাণে
হৃদ মাঝারে পুলক আনে
পিঠা খাওয়ার সময়,
খেত-খামারের সবুজ ধানে
সুখ খুঁজে পায় চাষী প্রাণে
হবে ক্ষুধার জয়।