স্টাফ রিপোর্টার :
মেজরটিলায় ফিজা এন্ড কোংতে বিশেষ অভিযান ও ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করেছে বিএসটিআই’র বিভাগীয় অফিস।
গত ২৩ মে সিলেট সদর উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস এর সিএম, মেট্রোলজি এবং রসায়ন উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক মেজরটিলাস্থ ফিজা এন্ড কোংকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নি¤œমানের ৫২টি পণ্য পাওয়া যায়নি। এছাড়া ফিজা এন্ড কোংর প্রদর্শিত ৫ধরনের ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হলে তাতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে সিলেটের উপ-পরিচালক ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌ: মো: শফিউল্লাহ খান বিশেষ অনুরোধ জানিয়েছেন।