কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দীঘিরপার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় সড়কের বাজারের ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দিনের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে ওয়ার্ডের সর্বস্তরের জন সাধারণ ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় সড়কের বাজারে আয়োজিত মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী ও সড়কের বাজার ব্যবসায়ী এবাদুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ও কামরুল আহমদ কামরানের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর ইউপি সদস্য সাহাব উদ্দিনের সাথে সাতবাঁক ইউপির শাহিকুল আলম মেম্বারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এলাকায় মিথ্যা গুজব রটিয়ে শাহিকুল আলম মেম্বারের কিছু উশৃংখল লোক সিলেট-জকিগঞ্জ সড়কের বাংলাবাজারে রাতের বেলা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে। উল্টো ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এলাকার গরীব দু:খী মানুষকে যিনি সব সময় সহযোগিতা করে থাকেন ইউপি সদস্য সাহাব উদ্দিন সহ নিরীহ ৪ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা সাজানো মামলা দায়ের করে শাহিকুল আলম মেম্বার। উক্ত মামলায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত বুধবার সিলেটের বিজ্ঞ আদালতে জামিন নেওয়ার জন্য ইউপি সদস্য সাহাব উদ্দিন সহ মামলার অন্যান্য আসামীরা আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে সাহাব উদ্দিনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। বক্তারা আরো বলেন, সম্পূর্ণ সাজানো মামলায় একজন নির্বাচিত ইউপি সদস্য জেল হাজতে থাকায় বর্তমানে ৮নং ওয়ার্ডের জনসাধারণের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। জন্ম-মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা থেকে ওয়ার্ডের লোকজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে ইউপি সদস্য সাহাব উদ্দিনকে মুক্তি দিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। সেই সাথে তাহার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানোর পাশাপাশি এলাকায় মিথ্যা গুজব রটিয়ে সড়ক অবরোধ সহ আইন-শৃংখলা পরিপন্থি কাজের সাথে জড়িত শাহিকুল আলম মেম্বার সহ তার সহযোগিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক পঞ্চায়েত মুরব্বী আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোহাম্মদ রাসেল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী জহিরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন, ব্যবসায়ী মাতাবুর রহমান, রহিম উদ্দিন, সেলিম আহমদ, পরিবহন শ্রমিকনেতা আব্দুল বারি, সিরাজ আহমদ, গিয়াস উদ্দিন, সমাজকর্মী নুর উদ্দিন, ফারুক আহমদ, অলি আহমদ, ৮নং ওয়ার্ডের মুরব্বীয়ান সহ সড়কের বাজারের ব্যবসায়ীবৃন্দ।