ওসমানীনগরে বৃহত্তর মান্দারুকা‘র প্রবাসীদের উদ্যোগে ফ্রী চিকিৎসা, ঔষধ ও নগদ অর্থ বিতরণ

4

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেটর ওসমানীনগরে অবহেলিত দারিদ্র মানুষের মধ্যে ফ্রী চিকিৎসা, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা, পূর্ব মান্দারুকা ও নিজ মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ফ্রী চিকিৎসা, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফ্রি চিকিৎসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: গোলাম কিবরিয়া। বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারী তাজির উদ্দিন মান্নানের সভাপতিত্বে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ খসরু মিয়া, মাসুক আলী, আব্দুল মন্নান, আব্দুল মতিন মুছাব্বির, ফারুক কামাল মতিন। উদ্বোধন পূর্ব সভায় বক্তারা বলেন দেশের যে কোন দুর্যোগে এলাকার অসহায় মানুষদের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে যাচ্ছেন আমাদের প্রবাসীরা। এলাকার সার্বিক কল্যাণে বৃহত্তর মান্দারুকা এলাকার প্রবাসীদের অবদান অপূরণীয়। সাম্প্রতিক বয়ে যাওয়া অকাল বন্যাসহ দুর্যোগে এতদাঞ্চলের অসহায় মানুষে কল্যাণে বৃহত্তর মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গৃহ নির্মাণ, গৃহ মেরামতসহ নগদ অর্থ প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সার্বিক পুনর্বাসনে কার্যক্রমগুলো খুবই প্রশংসনীয়। এলাকার নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রবাসীদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ করেন তারা। বক্তব্য রাখেন, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ডা: সলিল সৌরভ, ইউপি সদস্য সহিদ আলী, সাবেক মেম্বার সৈয়দ মাসুক আলী, স্থানীয় বাসিন্দা সৈয়দ রাহেত আলী, সাবেক মেম্বার আব্দুল খালিক, সমাজসেবী আব্দুস সালাম, সৈয়দ হাফিজ আলী, সামছুদ্দীন, সৈয়দ নাজমুল ইসলাম উমেদ, সৈয়দ আজির উদ্দীন, দুলাল আহমদ, সৈয়দ আজাদ আলী, সৈয়দ নাজমুল রশীদ, সৈয়দ রাহেত আলী, সুন্দর আলী, শুভন আলী শাহিনুর প্রমুখ।
অনুষ্ঠানে এসে বিনামূলে ফ্রি চিকিৎসা, ঔষধদের পাশাপাশি নগদ অর্থ হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় এলাকার নিম্ন ও মধ্যে আয়ের লোকজনসহ দুস্থ পরিবারের সদস্যদের।