বিন¤্র শ্রদ্ধা জাতীয় কবি :
তুমি বিদ্রোহী তুমি ধুমকেতু তুমি জাতীয় কবি,
মনে এঁকেছি তোমার অমোঘ বিপ্লবী ছবি,
তুমি অসাম্প্রদায়িক, সাম্যবাদী,
তুমি বজ্রপাত, তুমি সব্যসাচী।
তোমার লেখায় পাই প্রেম বিরহ অনুপ্রেরণা,
আতœবিশ্বাসী হই সদা, কভু মাথা নত করবো না।
তোমার লেখা গজল ও গান,
ছন্দ অন্তমিলে ভরে উঠে প্রাণ,
ছোট বেলায় তোমার কবিতা শুনে বড় হওয়া,
বড় হয়ে সেই তোমাকে নতুন ভাবে পাওয়া,
তোমার লেখা চির তরুণ, সদা যুক্তিময়ী,
তোমার সব সৃষ্টিগুলো অমর ও কালজয়ী,
তোমার প্রয়াণ দিবসে স্বরণ করি তোমায় বিনম্র শ্রদ্ধায়,
বেঁচে রবে তুমি মানুষের মনে নিবিড় ভালোবাসায়।