এ আমার দেশ :
তুমি কি দেখেছ? সাগরের ঢেউ নদীর কলতান,
দেখেছ তুমি? ভোরের দোয়েল শুনেছপাখির গান।
বন্ধু তুমি দেখেছ কি বলো? উড়িতে গাঙচিল,
কিংবা দেখেছ ঝিনুকের হাসি শালুকের বিল?
শেফালীর বুকে চাঁদ তারা মিতালি,
ডাহুকের ডাক, শালিকের গীতালি।
গাছে ফুল ফলে সাজানো বাগান,
অথবা কি শুনো নি ভোরের আযান?
আমি তো দেখেছি শহিদের রক্ত নীলের বদ্ধভূমি!
পদ্মার ইলিশ কাঁঠালের কোষ দেখেছ কি তুমি?
বকদের মেলায় শীতের অতিথি দেখেছ কেমন করে!
ভিন্ন ভাষাভাষী গান গায় তবুও বাংলায় স্বরে স্বরে।
হাসনার ঘ্রাণ শিশির প্রভাতে শিউলির হাসি,
শরৎ সকালে সোনার ফসলে দেখেছ কি ভোরের চাষি?
পুববন লাল করে হেমন্তী রবি,
ভিনদেশী বাউল দেওয়ানা কবি।
বর্ণীল আকাশের নীলমাখা রূপ,
শুনেছ কি তুমি বর্ষার টুপটুপ?
দেখছ কি তুমি? দুপুরের ধানক্ষেতে ঘুঘুদের কোলাহল,
নদীর বুকের পালতোলা তরী স্বচ্ছ স্রোতের খলখল জল।
দেখেছ কি? আউশের সোনালী মাঠ!
দেখনি? নদীর তীরে ছায়াঘেরা হাট।
সবুজ সমারোহে আমাদের পরিবেশ,
সবই আছে বাংলায় এ আমার দেশ।