খুকি আঁকে :
খুকি আঁকে উঁকি দিয়ে,
ভাদ্র মাসের ছবি –
রোদ ঝলমল সাদা মেঘ,
আর আকাশের রবি।
পাকা তাল আর আতা ফল ,
রংতুলিতে আঁকে –
সবুজ মাঠ আর বন বনানী,
আঁকছে ছবির ফাঁকে।
নদীর নাও আর বগীর ছাও,
দিচ্ছে একে একে-
ছোট্ট নদীর বর্ণনাটা সেটাও,
দিয়েছেন দেখে ।
কাশের বন আর বাঁশের বন,
ভাদ্র মাসের ছবি –
মন মিশিয়ে আঁকছে খুকি,
যেন ছড়ার কবি।