সাঈদুর রহমান লিটন

9

কালো চুলের সুগন্ধ :

কে যায় গো সখী চুপি চুপি হেঁটে
স্বরলিপির মত ছন্দ চিনে
কী লাজুক সেঁজেছে প্রকৃতি আজ
মাধুর্য নাই তুমি বিনে।

কোন সখী আজ পথ মাড়িয়ে যায়
বেনী খুলে আলগা চুলে
সে কী এসেছে এই গাঁয়ে আজি
হঠাৎ করে মনের ভুলে।

কালো চুলের সুগন্ধি ছডিয়ে যায়
মাদকতা আসে নাকে
সবুজের মিতালি এড়িয়ে চেয়ে দেখি
তারে কোন এক ফাঁকে।

কোন কিশোরী যায় দিঘল কালো কেশে
ঢেউ খেলে যায় বাতাসে
অলি ছুটে বনে বাদারে পাগলামি করে
আর লাজুক হাসি হাসে।

হে কিশোরী এক বার ফিরে চাও গো
নয়ন ভরে তোমায় দেখি
আঁধার কালোয় তোমার কেশের আলোয়
মনের গোপন কথা লেখি।

আকুলিবিকুলি করে গো মনের ভিতর
চুলের বাতাস লাগে গায়
প্রকৃতির আজ এই অপরূপা রূপ
তোমার পানে আজকে ধায়।

কোন কিশোরীর চুল গো আমায়
প্রেম শিখিয়ে যায় চলে
বোবা মনে চুলের ছোবল ঠিকই
হৃদয় ভেঙ্গে যায় বলে।