টানা ৪০দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার

13

স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীর টুলটিকরে ৪০দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেল ৩০ কিশোর। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের টুলটিকর জামে মসজিদে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কিশোরদের হাতে বাইসাইকেল ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের নামাজের প্রতি মনযোগী করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
টুলটিকর জামে মসজিদের মোতাওয়াল্লী জুনেদ আহমদ জানান, এলাকার শিশু কিশোরদের মসজিদমুখী ও নামাজের প্রতি মনযোগী করতে টুলটিকর সমাজ কল্যান সমিতি ও অঙ্কুর সাহিত্য পাঠাগার বিশেষ উদ্যোগ নেয়। এজন্য এলাকায় ঘোষনা করা হয় যে শিশু বা কিশোর ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় ৮০ জনের বেশি শিশু-কিশোর অংশ নেয়। এর মধ্য থেকে প্রতিযোগিতায় বিজয়ী হয় ৩০ জন। শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে তাদেরকে বাইসাইকেল ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় টুলটিকর এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ অন্যরা।