শিমুল হোসেন

10

অংক স্যার :

ভয়ে ভয়ে নিচু হয়ে
পিছে গিয়ে বসতাম,
অংক স্যার চলে গেলে
খিল-খিলিয়ে হাসতাম।

নামতা বিয়োগ গুণ কিবা ভাগ
ঢুকতো না মগজে,
আমরা ছাড়া দু’এক জনে
কষে দিতো সহজে।

একদিন এলো না অংক স্যার

বেজায় খুশি আমরা,
নেচে গেয়ে কলম খেলা
খেলছি ছেমড়ি-ছ্যামড়া।

হঠাৎ মারের শব্দ ঠাস ঠাস
ভেসে এল কানে,

কার বা পিঠে লাঠির বাড়ি
পড়লো কে’বা জানে।