জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানীর পশুর হাট। এর মধ্যে ৩ জুলাই রবিবার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে বসে পশুর হাট। হাটে আমদানী করা হয় দেশীয় মোটাতাজা সুন্দর সুন্দর গরু। পছন্দের গরু কিনতে হাটে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। গরু পছন্দ হলে শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দাম কষাকষি। এভাবে চলছে গরু বেচাকেনা। এ সময় ক্রেতাদের মধ্যে অনেকে জানান, এ বন্যায় সাধ্যমতো দামে গরু কিনছি। না হলে আগামী হাটে কিনবো। বিক্রেতারা জানান, প্রত্যাশা অনুযায়ী গরু বিক্রি হচ্ছে না। ক্রেতারা বেশিরভাগ গরু পছন্দ ও দামদর করে চলে যাচ্ছেন। হাটের ইজারাদার হাজী ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দেশীয় পছন্দের গরুর দাম মানুষের ক্ষয়-ক্ষমতার মধ্যে রয়েছে। আমাদের হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আগামী বুধবার এ হাটে আরো বেশি গরু আমদানী হবে।