গ্রেটার ভাড়েরা অর্গানাইজেশনের ইউকের উদ্যোগে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
একত্রিত ভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ওসমানীনগরের ঐতিহ্যবাহী বৃহত্তর ভাড়েরা এলাকার প্রবাসীদের উদ্যোগে গঠন করা হয়েছে গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশনের ইউকে নামক স্বেচ্ছাসেবী সংগঠন। ধারাবাহিকতায় সাম্প্রতিক মহামারী করোনাভাইরাস ও মাহে রমজান উপলক্ষে এলাকার কর্মহীন দুস্থদের সেবায় এগিয়ে এসেছেন গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নেতৃবৃন্দরা। মানবতার কল্যাণে উপজেলার তাজপুর ইউনিয়নের গ্রেটার ভাড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে প্রায় অর্ধ সহস্রাধিক পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা, মাধবপুর, চক সরদার পাড়া গ্রামের অসহায় মানুষদের মধ্যে অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোক্কাবির খান। রবিবার ভাড়েরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইমরান আহমদ কলেজের অধ্যক্ষ শিক্ষানুরাগী ডঃ এনামুল হক সর্দার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী। সমাজসেবী এডভোকেট এম বি এ শিপন, হারুন মিয়া ও মাওলানা ইমদাদুর রহমান সিতুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শানুর মিয়া, আব্দুল মতিন, হাফিজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা এবাদুর রহমান, মাওলানা শেখ আলী হায়দার ইউপি সদস্য নেওয়া বিবিসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, মানব কল্যাণের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান অপূরণীয়। করোনা মহামারির শুরুর পর থেকে আমাদের প্রবাসীরা নিজেরা গৃবন্দি থেকেও নাড়ির টানে এলাকার অসহায়দের প্রতি যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন তা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের যে কোনো দুর্যোগে সবার আগে আমাদের প্রবাসীরা এগিয়ে আসলেও আমরা প্রবাসীদেও যথাযথ প্রতিদান কিংবা মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি। ফলে প্রবাসীরা দেশে এসে নানা হয়রানী পোহাতে হচ্ছে। প্রবাসীদের হয়রানী লাগবে আমি পার্লামেন্টে বার বার অনুরোধসহ দাবি জানিয়ে আসছি।