মৌলভীবাজার জেলা পরিষদের হিসাবরক্ষকের অনিয়মের তদন্তে নেমেছে দুদক

3

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক তারেক আহমদ চৌধুরীর বিরুদ্ধে ওঠা অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, তদন্তের খবর পেয়ে মৌলভীবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক তারেক আহমদ চৌধুরী দৌড়ঝাঁপ শুরু করেছেন। অপরাধ ও দুর্নীতি ধামাচাপা দেয়ার জন্য তিনি নানা অপচেষ্টা চালাচ্ছেন। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে দুদকের সমন্বিত মৌলভীবাজারের জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মিল হোসেন বলেন, এটা নিয়ে দুদকের তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা কাজ করছি। মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার বলেন, তদন্তের বিষয়টি দুদক থেকে আমাকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদে যোগদানের পরই যেন আলাদিনের চেরাগ পান তৃতীয় শ্রেণির কর্মচারী তারেক আহমদ চৌধুরী। জেলা পরিষদে চাকরির পরই জিরো থেকে হিরো হয়েছেন তিনি। সিলেট শহরে কিনেছেন ফ্ল্যাট। শ্রীমঙ্গলে কিনেছেন বাগান। এর বাইরেও রয়েছে তার ও স্ত্রীর নামে এফডিআর এবং ব্যাংক ব্যালেন্স।
এ ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রথম শ্রেণির কর্মকর্তা উপসহকারী প্রকৌশলীকে মারধর, অফিসে বসে সিগারেট পান, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কসহ জেলা পরিষদে একক আধিপত্য বিস্তারের অভিযোগের অন্ত নেই এ কর্মচারীর বিরুদ্ধে।