জগন্নাথপুরে ত্রাণ পেয়ে পানিবন্দী মানুষের মুখে হাসি

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নতুন নতুন এলাকায় উঠছে পানি। বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। যদিও বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে সরকারি ভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে বন্যা দুর্গত পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি নৌকাযোগে গিয়ে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাওয়ার স্যালাইন বিতরণ করছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। এ সময় দুর্গত মানুষরাও ত্রাণ পাওয়ার আশায় পানি মাড়িয়ে ছুটে আসছেন বিতরণকারী নৌকার পাশে। অনেকে পানিতে দাঁড়িয়ে ত্রাণ নিতে দেখা যায়। দুর্যোগময় এ সময়ে সরকারি ত্রাণ পেয়ে দুর্গত মানুষের মুখে ফুঠে উঠেছে আনন্দের হাসি।
এরই ধারাবাহিকতায় ২৩ মে সোমবার উপজেলার বিভিন্ন অঞ্চলে পানিবন্দি দুর্গত মানুষের মাঝে সরকারি ভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করছেন।