ওসমানীনগরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

31

ওসমানীনগর থেকে সংবাদদাতা
ওসমানীনগরের রাউৎখাই গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা নির্মাণ করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ ঘটে। এতে প্রায় ২০জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের আগের দিন বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। সংঘর্ষের সময় পুলিশকে জানালেও তারা ঘটনাস্থলে আসতে দেরি করে বলে অভিযোগ করেন একপক্ষ।
জানা যায়, গতকাল বেলা ১১টায় উপজেলার রাউৎখাই গ্রামের ছোয়াব উল্লার ছেলে আবুল হাসান গং ও একই গ্রামের মৃত ছরকুম উল্লার ছেলে আব্দুল ছত্তার গংদের মধ্যে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে আবুল হাছান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত উক্ত জায়গায় ১৪৪ধারা জারি করেন। আইন অমান্য করে প্রতিপক্ষ আব্দুল সত্তার গংরা গতকাল শনিবার রাস্তা নির্মাণ করতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন, ইর্শ্বাদ উল্লা (৭৫), আব্দুল হামিদ (৩৫), আব্দুর করিম (৪০), নূর মিয়া (৩৫), ছোয়াব উল্লা (৫০), আমেনা বেগম (৪৫), মাজেদা বেগম (২২), সাজেদা বেগম (১৮), জেবিন নাহার (১৮), আবুল হোসেন (১৮), আব্দাল মিয়া, বাক প্রতিবন্ধি (৪০), ছানাওর আলী (৪৫), হেলেনা বেগম (২৬), মাও. আব্দুল ছাত্তার (৫৫), হাসনা বেগম (২২), জাহেদ আহমদ (১৮), ফিরোজ আলী (৫০), শাহ্ জাহান (২৫) ও আছমা বেগম (৫৫)।
আহত আমেনা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, আদালতের জারিকৃত ১৪৪ ধারা প্রতিপক্ষরা ভঙ্গ করে পূর্ব পরিকল্পনা নিয়ে আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে আসে। আমরা বাধা প্রদান করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। সংঘর্ষের সময় পুলিশকে বললেও তারা আসে রাস্তা নির্মাণের পর।
সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ওসি মোঃ মুরসালিন বলেন, এখানে রাস্তা নির্মাণ করতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য রাস্তা নির্মাণ করতে গেলে সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়েছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।