মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার শহরে শাহ মোস্তফা সড়কে বেরিরচরে আসর বসিয়ে গাঁজা সেবনকালে ৬ মাদকসেবীকে হাতেনাতে আটক করে জেল জরিমানা দিয়েছেন সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১১মে) বিকেলের দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ৬ ব্যক্তি আসর বসিয়ে গাঁজা সেবন করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি তাদের হাতেনাতে আটক করে জেল-জরিমানা দেন। আটক ছয় ব্যক্তির প্রত্যেকেকে পাঁচদিনের জেল এবং নগদ ৫০ টাকা করে জরিমানা করেন ইউএনও।
সাজাপ্রাপ্তরা হলেন কমলগঞ্জ উপজেলার আলম মিয়া (২০), মৌলভীবাজার সদর উপজেলার মো. শফিকুল ইসলাম (২৪), রাজনগর উপজেলার সুহেল দাস (৩০) ও রাজন মিয়া (৩৩), সুনামগঞ্জ জেলার মো. সুলতান মিয়া (২২) এবং ভৈরব কিশোরগঞ্জের দানা মিয়া (৩৫)।
মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান বলেন, সাজাপ্রাপ্তদের মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।