৯ম মাহা বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

94

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মেধা ও মনন বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের ক্রীড়ানুরাগী ব্যক্তিরা এগিয়ে এলে খেলাধূলার মান আরো উন্নত হবে। ক্রীড়ানুরাগী মাহি উদ্দিন আহমদ সেলিম এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় তাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
জেলা প্রশাসক ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউস সংলগ্ন টেনিস কমপ্লেক্সে সিলেট টেনিস ক্লাবের উদ্যোগে ৯ম মাহা মহান বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, মাহা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট স্টার প্যাসিফিক হোটেলের এমডি ফালাহ উদ্দিন আলী আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসলাম উদ্দিন, টেনিস ক্লাবের সহ সভাপতি সামুন মাহমুদ খান, সাধারণ সম্পাদক হাম্মাদ রব চৌধুরী, সদস্য- জালালাবাদ গ্যাস সিলেটের ডিজিএম রমেন্দ্র কুমার সিংহ, ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মহিউদ্দিন, শাহ শহীদুল ইসলাম, প্রফেসর নিরঞ্জন পাল, শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, মিজান আজিজ চৌধুরী সুইট, সুব্রত দাস, মোহাম্মদ নাহিয়ান, তানভীর হাসনি, ডাঃ রিফাত রসুল সুজন, আব্দুর রফিক, মনজ রায়, মোবাশি^র আলী, কামাল উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, অনির্বান ক্রীড়া চক্র সিলেটের সভাপতি গোলাম জাবির চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি