রমাদানের শিক্ষা :
আকাশ জুড়ে তারার মেলা
করে ঝিকিমিকি,
সবার দ্বারে চাঁদামামাটা
দিলো এসে উঁকি।
বার্তা দিলো চাঁদমামাটা
কালকে ঈদের দিন,
সেই খুশিতে মনটা সবার
নাচে তা তা ধিন।
পাখির গানে গুঞ্জরণে
ভরে ঈদের মাঠ,
মুমিনরা সব ঈদের মাঠে
করে দুরুদ পাঠ।
রঙ বেরঙের পোষাক পড়ে
করে কোলাকুলি,
এক কাতারে পড়ে সালাত
ভেদাভেদ সব ভুলি।
রমাদানের শিক্ষা পেয়ে
অটল রাখে মান,
কঠিন দিনের কথা ভেবে
হয় যে পেরেশান।