এম.আবু বকর সিদ্দিক

4

ঈদুল ফিতর :

রোজার শেষে নীল আকাশে
নতুন চাঁদের হাসি,
ঈদ মুবারক ঈদ মুবারক
দিকে দিকে খুশি।

ঘরে ঘরে ঈদের আমেজ
খুশিতে নেই নিদ,
পাড়াপড়শি, স্বজন মিলে
করব খুশির ঈদ৷

ভোর হলেই সয্যা ছেড়ে
গোসল করব সবে,
নতুন জামায় আতর মেখে
মন যে খুশি হবে৷

ধনী-গরিব নেই ভেদাভেদ
নেই কোন তফাৎ,
মিলব আমি সবার বুকে
রাখব হাতে হাত৷

পাড়াপড়শি আমার বাড়ি
আসবে মনের সুখে,
আমিও যাব তাদের বাড়ি
মিলব হাসি মুখে।