কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ গত রবিবার রাতে কানাইঘাট বাজার ও পৌর এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন, নন্দিরাই গ্রামের জামায়াত কর্মী সিরাজুল ইসলাম (৪০) কানাইঘাট বাজারের ব্যবসায়ী জামায়াত নেতা নিজাম উদ্দিন (৪৫), জন্তিপুর গ্রামের শিবির কর্মী এনাম উদ্দিন (২২) ও শিবনগর গ্রামের শিবির কর্মী এনাম আহমদ (২৩)। গ্রেফতারকৃতদের কানাইঘাট থানায় দায়েরকৃত সড়কের বাজারের একটি গাড়ী পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলার অজ্ঞাতনামা এজাহার বহির্ভূত আসামী দেখিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। এদিকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর গত শনিবার গভীর রাতে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পর থেকে জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশি অভিযানের কারনে গতকাল সোমবার মনসুরিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াত সমর্থকদের উদ্যোগে আয়োজিত আব্দুর রব কাসিমি ইসলামী কিন্ডার গার্টেনের তাফসীরুল কোরআন মাহফিল পন্ড হয়ে গেছে। মাহফিলের আয়োজনকারীরা জানিয়েছেন, গত রবিবার মাহফিলের প্যান্ডাল তৈরির সময় পুলিশ তাদের ধাওয়া করে ও প্রচার কাজে বাঁধা দেয়। যার কারনে গতকালকের অনুষ্ঠিত মাহফিল স্থগিত করা হয়েছে। এদিকে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে গতকাল জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালে কানাইঘাটে কোন প্রভাব পড়েনি। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলার গাছবাড়ী বাজার ও বোরহান উদ্দিন বাজারে সকালের দিকে ঝঁটিকা মিছিল করে। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা সহ সবকিছু স্বভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।