মেশকাতুন নাহার

5

খোকাবাবু :

খোকাবাবু নিত্য নতুন
বায়না ধরে রোজ,
মোরগ পোলাও,মিষ্টি, পায়েস,
দিতে হবে ভোজ।

গাল ফুলেছে বেজায় ভীষণ
খাবে না সে ডাল,
ইলিশ ভাজা পায়নি বলে
মান ধরেছে কাল।

খোকা আমার জিদ করে যে
পালিয়েছে ঘর,
অবুঝ মনে নির্বোধ খেলায়
আপন করলো পর।

পাগল খোকা তুমি বিহীন
বাঁচে কি আর প্রাণ?
জাদুমণি তুমি ফিরলে
বইবে গৃহে ঘ্রাণ।