পারভেজ হুসেন তালুকদার

37

ফুল হলো ভুল :

দিনের আলো যা ছিলো মোর
সব ত গেছে ফুরে,
আধার এসে ঘর বেঁধেছে
আমার ভূবন জুড়ে।

ধ্যান ধারণা খুব ত আমায়
বড্ড দিলো ধোকা,
আজ নিশিতে চাঁদ-তারা না
সঙ্গী ঝিঝি পোকা।

সুখ নগরী সুখ নিয়ে থাক
এই লগনে আসি,
নেই চোখে নিদ দুখ মাখা হৃদ
নেই সে চেনা হাসি।

ফুল হলো ভুল আজ বুঝি তাই
প্রাণ মোহ গান করে।
সেই যে ভুলের মাশুল দিতে
স্বপ্নরা নড়বড়ে।