আত্মজ পরাজয় :
সেদিনের মতো আজ সন্ধ্যায় ঝুম বৃষ্টি নেমেছিল
তিন ইঞ্চি পুরু ছাদ থাকার পরেও কপোল উপচিয়ে গড়িয়ে পড়েছিল বক্ষদেশে নোনাজল ;
চারদেয়ালের বদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল বৃষ্টির রিমঝিম শব্দের ধারা।
সেদিনের মতো আজো মেঘ জমেছিল আচমকা
দমকা হাওয়ায় উড়েছিল সব
পুড়েছিল সোনার দেহ আচানক তাপে
আলো আধারিতে থরোথরো কেঁপেছিল হৃদপিণ্ড
সেদিনের মতো আজো জমেছিল মনে ভয়
আচমকাই যেন না ঘটে আমার আত্মাজ পরাজয়।