কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার রামপুর গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী @ চান্দু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
জানা যায়, বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাত আড়াইয়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহানের পিতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চান্দু মিয়ার জানাজার নামাজ তাঁর নিজ গ্রাম রামপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনারে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট থানা পুলিশ।
জানাযার নামাজে এলাকার সর্বস্তরের লোকজন সহ মরহুমের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরিফুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।