ইসলামী আন্দোলনের কর্মীদের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এটাই হবে একজন কর্মীদের মিশন। এক্ষেত্রে প্রত্যেকে যোগ্য ও আদর্শ মানুষ হতে হবে। একজন মুসলমান হিসেবে আল্লাহ তার রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জন জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ১৫, ২২ ও ২৩ নং ওয়ার্ডের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী এসব কথা বলেন।
শুক্রবার হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ মুহিবুরর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন আনজুমানে আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান ও অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান।
২২ নং ওয়ার্ড শাখার সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও ২৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সহ সাংগঠনিক স¤পাদক মো. ইমরান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক সায়েম ইবনে খায়ের, ২৩ নং ওয়ার্ড আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ জিহাদী, ২২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আলম।
২৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আব্দুল কাদিরের শুভেচ্ছা বক্তব্য ও অফিস সম্পাদক আব্দুর রহমান রামীমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত কর্মশালায় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইয়াসিনুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক নুরুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মাজিদ, সদস্য মো. ইউসুফ আহমদ, মোহাম্মদ সানী, ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. রায়হান আহমদ, ২২ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি সাদিক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, প্রচার সম্পাদক মো, মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিম আহমদ, সদস্য জোবায়ের আহমদ, তাহসিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি