শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের ফাঁসি দাবিতে মাববন্ধন ॥ শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের দৃষ্টান্তমূলক শান্তি ফাঁসি চাই

4
শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের ফাঁসির দাবিতে মানববন্ধন।

সিলেট নগরীর কালীবাড়ী হাওলদারপাড়া এলাকার রুবেল দাসের ৩ স্ত্রী রুমা দাসের সাথে তুচ্ছ কারণে ঝগড়া হয় পূর্বতী দাসের। এ ঝগড়াকে কেন্দ্র করে রুমা দাসের তিন বছর বয়সী ছেলে শিশু রাহুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন পূর্বতী দাস। শুধু তাই নয়; হত্যার পর লাশটি স্যুটকেসের ভেতর ঢুকিয়ে খাটের নিচে লুকিয়ে রাখেন তিনি। ৫০ ঘন্টা পর লাশের পচা গন্ধ বের হয়। এরপর সোমবার ভোর রাতে সুযোগ বুঝে লাশটি বাড়ির পাশের বাঁশ ঝাড়ে ফেলে আসেন ঘাতক পূর্বতী। এই ঘটনায় ৩ বছরের শিশু রাহুল দাসকে হত্যার খুনি পূর্বতী দাসের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার ২০ এপ্রিল বিকেল ৩টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবববন্ধেনে উপস্থিত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, বলাই দত্ত, সুদীদ দেব, সাব্বির খান, লিটন পাল, নারায়ণ ঘোষ, স্বপন বর্মন, দিরেশ দাস, সুজেল আহমদ তালুকদার, মিঠু মোহন দে, ফরহাদ আহমদ জীবন, শিমুল পাল, ফয়সাল কাদীর ফাওয়েল, কাদির খান, হিমেল দাস রিকি,নয়ন পাল, তৌহিদ আহমদ কুদ্দুস, আরিফ আহমেদ, রুবেল তালুকদার, কন্টু দাস, ওলীউে রহমান, নিলয় পাল, সঞ্জিত পালসহ এলাকার নারী-পুরুষ এবং শিশুসহ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জগদীশ চন্দ্র দাস বলেন, শিশু রাহুল হত্যাকারী খুনি পূর্বতী দাসের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হোক, যেন আর কেউ এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না পায়। অবিলম্বে শিশু রাহুল দাসের হত্যাকারী খুনির ফাসি ও জালালাবাদ থানা পুলিশ দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি