বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত ॥ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ, সচল ও কর্মক্ষম জীবন যাপন করুন

43

সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। ১৯৫১ সাল থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর সারাবিশ্বে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে। এ বছর ‘দীর্ঘ মেয়াদী ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়াহীন কার্যকর চিকিৎসা।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালের উদ্যোগে গতকাল রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি টি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন বাতব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরিসহ পঙ্গুদের পুনর্বাসনে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম শাখা হিসেবে স্থান করে নিয়েছে ফিজিওথেরাপি । উন্নত বিশ্বের মতো সিলেটে প্রথম চ্যারিটি হিসাবে জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এখন বাতব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন প্রশিক্ষিত ফিজিওই পারেন এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে, অন্য কেউ নয়। এজন্য সকলকে সময়মত এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ, সচল ও কর্মক্ষম জীবন যাপন করার আহবান জানান। র‌্যালি পরবর্তী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর চেয়ারম্যান রোটারিয়ান মোস্তফা কামাল রোটারী জেলা ৩২৮২ এর সাবেক ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান পিপি শহীদ আহমদ চৌধুরী, জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর সাবেক চেয়ারম্যান রোটারিয়ান পি পি মাহবুব সোবহানী চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান, পিপি রোটারিয়ান মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, পিপি রোটারিয়ান ডাঃ আনোয়ারা খাতুন, জালালাবাদ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, পিপি রোটারিয়ান এম এ মালিক হুমায়ুন, রোটারিয়ান মাহবুবা রহমান, বাংলাদেশ ফিজিওথেরাপী এসোসিয়েশন সিলেট এর সভাপতি ও জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতালের কনসালটেন্ট ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা ডাঃ আল মামুন উর রশীদ ও সহ সভাপতি জালালাবাদ রোটারী প্রতিবন্ধী হাসপাতাল এর সিনিয়র কনসালটেন্ট ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান। বিজ্ঞপ্তি