গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহারসহ ফার্মেসী ব্যবস্থাপনা ও ঔষধ সংরক্ষণ ব্যবস্থাপনায় করনীয় নিয়ে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব জাফলং ইউনিয়নের গ্রাম ডাক্তার ও ফার্মেসী মালিক সমিতির আয়োজনে এবং অপসোনিন ফার্মা লিমিটেড এর সহযোগিতায় সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফলং পর্যটক ভিউ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। জাফলং গ্রাম ডাক্তার ও ফার্মেসী মালিক সমিতির সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিব সরকার পারভেজের পরিচালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, অপসোনিন ফার্মা লিমিটেডের আর এম আবু জাহের, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আসাদ উল্ল্যাহ ও মো. আব্দুর নূর, রফিকুল ইসলাম, আজগর, আওলাদ হোসেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক এবাদত হোসেন, রফিকুল ইসলাম, আজগর আলী, আওলাদ হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, জাফলং ইউনিয়ন গ্রাম ডাক্তার ও মালিক সমিতির সহ-সভাপতি সুমন দে, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, অর্থ-সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক সুমন আহমেদ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি রায়হান, জাহাঙ্গীর আলম, ইমদাদ হোসেন, রিপন আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ এন্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহারসহ ফার্মেসী ব্যবস্থাপনা ও ঔষধ সংরক্ষণ ব্যবস্থাপনায় করনীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নকল, ভেজাল ও অনিবন্ধিত এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।