অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

5

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে অবৈধ বালু উত্তোলন। ট্রাক ও বাল্কহেড দিয়ে লিজ বহির্ভুত জায়গা থেকে রাতদিন চলছে বালু হরিলুট। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এবার মাঠে তৎপর প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে।
উপজেলা প্রশাসন জানায় কলাবাড়ী এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বিকেল ৪ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার আবিদা সুলতানা। এ সময় পেলুডার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাধক আলী নামের একজনকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। মঙ্গলবার কলাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।