শিমুল হোসেন

8

প্রজাপতির ডানা :

দেখতে ভারি ঘাসফড়িং ও
প্রজাপ্রতির ডানা,
ছোট্ট সোনা মণি তাদের
ধরতে কি আর মানা?

লাঠির মাথায় আঠা মেখে
ধরে প্রজাপতি,
আঁদর দিয়ে পুষে রাখে
করে নাতো ক্ষতি।

প্রজাপতির রঙিন ডানায়
আলতো করে ধরে,
হাতের ছোঁয়ায় ডানা ছিঁড়ে
যায় না যেন মরে।

খাবার এনে হাত বুলিয়ে
দেয় যে তাদের খেতে,
এসব নিয়েই সোনামণি
থাকে খেলায় মেতে।

ইচ্ছে জাগে মনের কোণে
বাচ্চা মেয়ে-ছেলে
প্রজাপতির মত করেই
উড়বে ডানা মেলে।