রমজান :
মুমিন বান্দার মাঝে আসলো
বছর ঘুরে রোজা,
নেক আমলে ভরবে জীবন
কমবে পাপের বোঝা।
রমজান মাসে ফরজ রোজা
রাখে মুমিন বান্দা,
রোজার পরশ ঘুচবে যতো
মন্দ সকল ধান্দা।
রোজার বরকত বান্দা গণে
আমল নেকী পূর্ণ,
অন্তর আত্মা কলুষ মুক্ত
অহং হবে চূর্ণ।
রমজান মাসে পাপের পথটা
ছেড়ে ভালোয় ঘেঁষো
রোজার রাখে কুরআন পড়ে
তাদের সাথে মেশো।
রোজা রাখো কোরআন পড়ো
আমল করতে ভারী,
হালাল হারাম মেনেই যেনো
সকল লিপ্সা ছাড়ি।
রমজান মাসে বান্দার জন্য
পাপের দুয়ার বন্ধ,
আমীর ফকির এক কাতারে
নেই ভেদাভেদ দ্বন্দ্ব।