দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের কেন্দ্রিয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, উন্নয়নের নামে ক্ষমতাসীন সরকারের এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মী পকেট ভারী হচ্ছে। প্রকৃত পক্ষে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। তারা উন্নয়নের মহা সড়কের মুখরোচক প্রচারণা করছেন। বাস্তবতায় দেশে এখন লুটপাটের রাজনীতি শুরু হয়েছে। দেশ ব্যাপি গুম, খুন ও নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে উঠেছে আ’লীগ।
তিনি বলেন, দেশের মানুষ বাচতে চায়, ভোটের অধিকার চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো ভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে হতে পারেনা। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ও খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন।
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহসভাপতি মাওলানা ছদরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আকিক হোসাইন, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি এড. আব্দুল করিম, সুনামগঞ্জ জেলা সহসভাপতি শাখাওয়াত হোসেন মোহন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতার হুসাইন, পৌর সহসভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, খেলাফত মজলিস নেতা মাওলানা মঈনুল হক, আমবাড়ী গোপালপুর মাদরাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।