জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ জন্মভূমিতে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের অভিনন্দন জানালেন আরেক কেন্দ্রীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডনের নেতৃত্বে কয়েক হাজার সামাদভক্ত জনতা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা।
দলীয় নেতাকর্মীরা জানান, ১৩ মার্চ রবিবার সুনামগঞ্জে আওয়ামীলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হবে। এ সভায় অংশ নিতে ১২ মার্চ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাওয়ার পথে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জগন্নাথপুর পৌর পয়েন্টে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এর আগে খন্ডখন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এসে স্থানীয় পৌর পয়েন্টে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সমবেত হন।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের কৃতি সন্তান সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের পুত্র আরেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন নিজ জন্মভূমিতে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের অভিনন্দন জানান। এ সময় রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় জগন্নাথপুর পৌর শহর। কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা গাড়ি থেকে হাত তুলে অভিনন্দনের জবাব দেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ জনপ্রতিনিধি ও সর্বস্তরের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।