স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনশেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে সফররত ইংল্যান্ড। ফলে ১৫৩ রানের লিড পেয়েছে ইংলিশরা। পঞ্চম এবং শেষ দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবে জো রুট বাহিনী। এরপর আবার দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের ব্যাট করা বাকি। এমতাবস্থায় ড্রয়েই পথেই এই টেস্টটি।
৯ উইকেটে ৩৭৩ রান করা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনের খেলায় আবারও ব্যাট করতে নামে। এদিন শেষ উইকেটে মাত্র ২ রান করতে পারে। ফলে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ৬৪ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
রানের পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে থাকা ইংল্যান্ড ব্যাপ হাতে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি। দলীয় ২৪ রানের মাথায় ওপেনার অ্যালেক্সকে হারায় সফরকারীরা। আউট হওয়ার পূর্বে লিস করেন মাত্র ৬ রান।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন দলনেতা জো রুট। ব্যাট হাতে ওপেনার জ্যাক ক্রাউলির সঙ্গে প্রথমে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন। এরপর এক পর্যায়ে দ্রুত রান তুলতে ব্যস্ত হয়ে পড়েন এই দুই ইংলিশ ব্যাটার। কিন্তু বৃষ্টি কারণে তৃতীয় দিনের অর্ধকের বেশি সময়ই খেলা অনুষ্ঠিত হয়নি। তাতেই দিনশেষ ঘোষণা করা হয়।
দিনশেষ ঘোষণা করার আগে ব্যাট হাতে ব্যক্তিগত শতক পূর্ণ করেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি। অপরাজিত থাকেন ১২০ রানে। ২০০ বলে খেলা তার এই ইনিংসটি ১৬টি চারে সাজানো। এদিকে ব্যক্তিগত অর্ধশতকের পর ৮৪ রানে অপরাজিত থাকেন জো রুট। ১৫৮ বলে খেলা এই ইনিংসটি ৬টি চারে সাজানো।