আক্ষেপ :
চালের উপর পাখি
চাঁদ কে ডেকে যায় অনবরত
পৃথিবীতে আসার আহবান।
অন্ধকারে নিমজ্জিত হয় আবদার ভালোবাসা।
আলো আসবে চাঁদ এলে।
পাখি উড়ে যায়। চাঁদ আসেনা চালের উপর।
বেহুদা অপেক্ষায় থাকা।
পূর্নিমার সাথে আড়ি, পাখি আবার আসে।
চাঁদ আসেনা।
পাখির মুখে হাসি দেখি নাই কোনো দিন।