এবার বেঙ্গালুরুর নেতৃত্বও হারালেন কোহলি

7

স্পোর্টস ডেস্ক :
নানা সমালোচনা এবং তর্ক-বিতর্কের পর ভারতীয় জাতীয় দলের নেতৃত্ব হারিয়েছেন দলটির অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। এবার আরও একটি দুঃসবাদ শুনতে হলো সময়ের সেরা এই ব্যাটারকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয়া এবং ব্যয়বহুল ক্রিকেট টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও হারালেন তিনি।
অবশ্য এই সিদ্ধান্ত কোহলির নিজের। আর বেঙ্গালুরুর অধিনায়ক থাকবেন না বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরেই জানিয়ে দিয়েছিলেন তিনি। এরপরও কোহলি ভক্তরা চেয়েছিলেন পছন্দের খেলোয়াড়টিকেই অধিনায়ক হিসেবে দেখতে। কিন্তু সেটা আর হচ্ছে না।
কোহলির পরিবর্তে অধিনায়ক হিসেবে দুজনের নাম বারবার সামনে আসছিলো। একজন হলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর অন্যজন দক্ষিণ আফ্রিকান টপঅর্ডার ব্যাটার ফাফ ডু প্লেসিস। আইপিএলে প্রোটিয়া তারকার ধারাবাহিক পারফরম্যান্সের কথা বিবেচনা করে তার কাধেই নেতৃত্বের ধার দিলো বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
এ বারের নিলামে ৭ কোটি টাকা গিয়ে ডুপ্লেসিসকে কেনে বেঙ্গালুরু। গত বছর পর্যন্তও তিনি চেন্নাই সুপার কিংসে ছিলেন। ডু প্লেসিসকে কেনার পরে জল্পনা শুরু হয়, অধিনায়ক করার জন্যই তাঁকে কিনেছে বেঙ্গালুরু। সেটাই সত্যি হল।
চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার আইপিএল শিরোপা জেতা ডু প্লেসি বড় অবদান রেখেছেন সবশেষ আসরে। ২০২১ সালে চেন্নাইয়ের হয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৩ রান করেছেন তিনি। দলের ওপেনার রুতুরাজ গাইকদের সঙ্গে দারুণ জুটি সাজিয়েছিলেন ডু প্লেসিস।